সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় খুচরা পণ্য বিক্রেতা কোম্পানি লুলু গ্রুপ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করেছে চমকপ্রদ অফার। খাবার, হোম ফার্নিশিং, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের সাড়ে ৫ হাজারের বেশি পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে ৩০০ অত্যাবশ্যকীয় পণ্যের দামও স্থির রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শারজাহ ডব্লিউটিভিতে এক বিশেষ অনুষ্ঠানে চমকপ্রদ অফারের ঘোষণা দেন লুলু গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। ছাড়ের আওতায় থাকছে স্বাস্থ্যকর খাবার, ফার্নিশিং এবং ইলেকট্রনিক্স পণ্য।
লুলু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফি রুপাওয়ালা বলেন, রমজানে আকর্ষণীয় অফার দেওয়া আমাদের ঐতিহ্য। এবারও গ্রাহকরা শুধু সাশ্রয়ী মূল্যেই পণ্য পাবেন না, বরং প্রিমিয়াম পণ্যগুলোও ন্যায্যমূল্যে কিনতে পারবেন। অত্যাবশ্যকীয় পণ্যের দাম স্থির রেখে রমজানের কেনাকাটা সহজ ও সাশ্রয়ী করতে চাই।
রমজান কেনাকাটাকে আরও উপভোগ্য করতে ‘হেলদি রমজান’, ‘ডেটস ফেস্টিভ্যাল’, ‘সুইট ট্রিটস’ সহ নানা প্যাকেজ ঘোষণা করেছে লুলু। এসব প্যাকেজে স্বাস্থ্যকর পণ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্টোর, অনলাইন এবং বিভিন্ন অ্যাপ থেকে এসব পণ্য কেনা যাবে।
ইফতার ও সেহরির জন্য তাজা খাবারের ব্যবস্থাও রাখছে লুলু। প্রয়োজনীয়দের সাহায্য করতে চ্যারিটি ইফতার বক্স ও চ্যারিটি গিফট কার্ড চালু করেছে প্রতিষ্ঠানটি। এমিরেটস রেড ক্রিসেন্টের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেও লুলু গ্রুপ রমজানে সাহায্য করবে।
Discussion about this post