ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে কুয়েত থেকে ৭৪ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-সুবহান কুয়েত টিভিকে বলেন, যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ গুরুতর অভিযোগ ছিল।
কুয়েতি এই কর্মকর্তা জানান, গত বছর গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার না করা ও ফোন ব্যবহার করার ৬১ হাজার ৫৫৩টি অভিযোগ পাওয়া গেছে। কুয়েত ট্রাফিক আইনে সাম্প্রতিক সংশোধনগুলো আইন লঙ্ঘন এবং দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধির কারণে আনা হয়েছে।
কুয়েত সরকারের তথ্য অনুযায়ী, ৪৭ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন দুই থেকে তিন শ দুর্ঘটনা হয়। এতে ২৮ থেকে ৩০ জন গড়ে আহত হয়। দুর্ঘটনার মধ্যে ৯০ শতাংশই চালকদের অসাবধানতার কারণে ঘটে।
গত বছর কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২৮৪ জন নিহত হয়েছেন। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২৯৬ জন।
Discussion about this post