সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল সোমবার থেকে ‘রেল বাস’ চালু করেছে শহরটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ)। নতুন ধরনের এই বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি একসঙ্গে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান যানগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের আরটিএ এই রেল ব্যবস্থা চালুর জন্য মার্কিন সংস্থা রেল-বাস ইনকরপোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকে বলা হয়, রেল বাসটি এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে।
দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হয়। ফ্লক ডুয়ো রেল হলো—একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত ও কার্যকর পরিবহন নিশ্চিত করে।
দুবাই আরটিএ-এর রেল সংস্থার প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত বলেন, এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহন ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি।
রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেছেন, আরটিএ-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা পরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশবান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাব।
Discussion about this post