রাজনৈতিক অস্থিরতা-বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পরেও চলতি অর্থ বছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) সাড়ে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের এই সময়ের তুলনায় আড়াই বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির শঙ্কা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরের সাত মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ২৩ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত ১২ শতাংশ। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম দুমাস রাজনৈতিক অস্থিরতা, পরের এক মাস ভয়ংকর বন্যা এবং পরবর্তীকালে চরম শ্রমিক অসন্তোষ রফতানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল।
Discussion about this post