ওমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাস, মাস্কাট এবং বাংলাদেশ স্কুল, সাহামের যৌথ আয়োজনে এ বর্ণাঢ্য উৎসব হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার মৌসুমী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের এইচ ও সি থোয়াইং এ এবং বাংলাদেশ স্কুল সাহামের চেয়ারম্যান কাজী এমদাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীরা ও প্রবাসী বাংলাদেশিরা।
Discussion about this post