অবৈধ অভিবাসীদের জন্য নির্ধারিত সাধারণ ক্ষমার সময়সীমা পার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে ছয় হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির (আইসিপি) বরাত দিয়ে আজ সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, জানুয়ারিজুড়ে অভিযান চালিয়ে ভিসা সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে ছয় হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৯৩ শতাংশকেই ফেরত পাঠানো হয়েছে।
আরব আমিরাত সরকার জানায়, আবাসন আইন লঙ্ঘনে কেউ সহায়তা করলে তাকে কারাদণ্ড দেওয়া হবে ও কমপক্ষে ১০ হাজার দিরহাম জরিমানা করা হবে। যদি কোনো ব্যক্তি অফিসিয়াল স্পনসর না হয়ে কোনো আইন লঙ্ঘনকারীকে নিয়োগ দেয় তাহলে তাকে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।
আইসিপির মহাপরিচালক মেজর-জেনারেল সুহাইল সাঈদ আল খইলি বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে। তাই আমরা জনসাধারণকে এই ধরনের আইন লঙ্ঘন বা লঙ্ঘনকারীদের হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছি।’
অবৈধ অভিবাসীদের জন্য গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে আরব আমিরাত সরকার। পরে তা আরও দুই মাস বাড়ানো হয়। এ সময়ে দেশটিতে বসবাসরত অনিয়মিত ও অবৈধ অভিবাসী
Discussion about this post