কুয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন ট্রাফিক আইন চালু করতে যাচ্ছে দেশটির সরকার। এই আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ৭৫ দিনার (বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৬৮০ টাকা) জরিমানা করা হবে। অপরাধ গুরুতর হলে তিন মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে নতুন এই আইনে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই আইন কার্যকর হবে।
নতুন এই আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় কেউ ফোন ব্যবহার করলে ৭৫ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৬৮০ টাকা) জরিমানা হবে। অপরাধ গুরুতর হলে তিন মাসের জেল অথবা ১৫০ থেকে ৩০০ দিনার জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।
কুয়েতের ট্রাফিক বিভাগ বলছে, সড়কের নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে এ আইন করা হয়েছে।
দেশটির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে মনোযোগ সরে যায়। এতে দুর্ঘটনার শঙ্কা বেড়ে যায়। এসব শাস্তির বিধান করা হয়েছে দুর্ঘটনা কমানোর জন্য। কুয়েতের ট্রাফিক বিভাগ সবসময় চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়ে থাকে।
Discussion about this post