বিলাসবহুল মরু ট্রেনের নকশা উন্মোচন করল সৌদি আরব। ধারণা করা হচ্ছে, আগামী বছর থেকে এ ট্রেনের চলাচল শুরু হবে।
সৌদি আরবের রেলওয়ে ও ইতালির কোম্পানি আর্সেনাল যৌথভাবে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে রেল প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকা মানের বিলাসবহুল ট্রেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌদি সফরকালে এ নকশা উন্মোচন করা হলো। ট্রেনটির ইন্টেরিয়র ডিজাইনার লেবাননে জন্মগ্রহণকারী স্থপতি অ্যালাইন আসমার ডি’আম্মান। সংশ্লিষ্টরা জানান, ট্রেনটিতে সৌদি ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে।
এক বিবৃতিতে সৌদির রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, ট্রেনটির ১৪টি বগিতে থাকছে ৩৪টি বিলাসবহুল স্যুট। ভ্রমণকারীরা ট্রেনটিতে চমৎকার ডিজাইনের সঙ্গে পাবেন বিশ্বমানের আতিথেয়তা।
ট্রেনটি রিয়াদ থেকে যাত্রা শুরু করবে এবং উত্তরাঞ্চলের রেলওয়ে নেটওয়ার্ক অতিক্রম করবে। এতে ভ্রমণকারীরা সৌদি আরবের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আর্সেনাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাওলো বারলেত্তা জানান, ২০২৬ সালের শেষের দিকে ড্রিম অব দ্য ডেজার্টের যাত্রা শুরু হবে।
Discussion about this post