ভোলার চরফ্যাশনে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন রাজু ও তার চাচা যুবলীগ নেতা নাসির মাঝির নেতৃত্বে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরনবী নামের এক ট্রলার মাঝিকে আটক করে পুলিশকে দিয়েছে স্থানীয়রা।
আশ্রয়ণ প্রকল্পের মালামাল চুরির ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের তহশিলদার আবুল কাশেম বাদি হয়ে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে বুধবার রাতে জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামে আশ্রয়ণ প্রকল্পে চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের গৃহহীন আশ্রিতদের জন্য ঘর বরাদ্দ দেয়া হয়। ওই ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় আশ্রিতরা অন্যত্রে চলে যায়। এ সুযোগে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মামুন রাজু ও তার চাচা নাসির মাঝির নেতৃত্বে ১০/১২ জন বুধবার রাতের আধারে ওই ঘরগুলো ভেঙে লোহার এ্যাঙ্গেল ও টিন বিক্রির জন্য ট্রলারে ভর্তি করে। এমন সময় স্থানীয়রা খরব পেয়ে ছাত্রদল নেতা মো. মামুনসহ অপরদের আটকের চেষ্টা করলে পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রলার ভর্তি লোহার মালামালসহ ওই ট্রলারের মাঝিকে আটক করে থানায় খবর দেন। রাতেই শশীভূষণ থানা পুলিশ চোরাই মালামাল জব্দ করে।
অভিযুক্ত ছাত্রদল নেতা মামুন জানান, কে বা কারা আশ্রয়ণের ঘর ভেঙে নিয়ে যায় এমন খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে মালগুলো জব্দ করে পাঁচ কপাটবাজারে নিয়ে আসি। চুরির সাথে আমি জড়িত না।
শশীভূষণ থানার তারিক হাসান রাসেল জানান, আশ্রয়ণের ঘর ভেঙে মালামাল চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ট্রলারের মাঝি নুরনবীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমীন মিথি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post