সমুদয় প্রশংসা মহান আল্লাহর জন্য । যিনি সকল কিছুর প্রতিপালক । আমাদেরকে এক ও অভিন্ন পথচলার প্রতি উৎসাহ যুগিয়েছেন ।
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মহানবী সাঃ আল্লাহর বান্দা ও রসুল ।
হে মানব মন্ডলী ! তোমাদের রবকে ভয় করো । যিনি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছেন এবং উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নারী ও পুরুষ । সেই মহান আল্লাহকে ভয় করো, যাঁর নামে তোমরা পরস্পর সাহায্য প্রার্থনা করে থাকো । আত্মীয়তার সম্পর্ক ধরে রেখো । নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন ।”
সূরা আন নিসা ১
আমরা এক ও অভিন্ন পথচলার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি । এই এক ও অভিন্ন পথচলার দিকে আহবান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত প্রেসিডেন্ট শায়খ মুহাম্মদ বিন যায়েদ হাফিঃ । এক ও অভিন্ন পথচলা একতার শিক্ষা দেয় । শক্তি বৃদ্ধি করে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয় । প্রত্যকেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল । পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা হলো একতার বন্ধন ।
মহানবী সাঃ বলেছেন “ ঈমানদার ব্যক্তিকে আন্তরিক হতে হয় । সেখানে কোন কল্যাণ নেই, যেখানে ব্যক্তি অন্যের প্রতি আন্তরিক নয় এবং লোকেরাও তার প্রতি আন্তরিক নয় ।”
মুসনাদে আহমদ ২২৮৪০
ঈমানদার লোকেরা হয়ে থাকে ইমারাত সদৃশ । যেখানে একটি অংশ তার অপর অংশকে শক্তিশালী করে ।
বলেছেন বিশ্বনবী সাঃ ।
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
দেহের একটি অঙ্গ যদি আঘাত প্রাপ্ত হয়, সারা অঙ্গে জ্বলন ও জ্বর এসে যায় । ঈমানদার লোকদেরকেও এমনটি হতে হবে । একজনের কষ্ট যেনো সকলের অন্তরে অনূভুত হয় ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
প্রিয় রসুল সাঃ আরো বলেন “ তোমরা ততোক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেনা, যতোক্ষণ না তোমাদের ভায়ের জন্য তাই পছন্দ করবে, যা’ নিজেদের জন্য পছন্দ করে থাকো ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলা বলেন “ সৎ কাজে এবং সংযমী হওয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করো ।”
সূরা আল মায়েদাহ ২
কবি বলেন “ বয়স ও সময় দ্রুত পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের সবকিছুর জন্য জিজ্ঞাসিত হবো ।”
মা বাবা সন্তান আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মধ্যে দিয়ে পারিবারিক বন্ধন অটুট রাখুন । এক ও অভিন্ন পথচলার দিকে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে ।
আল্লাহ বলেন “ আপনার রব আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া আর কারো ইবাদত করবেনা । মাতা পিতার প্রতি ইহসান করো । যদি মা বাবাদের মধ্যে কোনো একজন বা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তাদের সামনে উফ বলবেনা । তাদেরকে ধমক দেবেনা । বরং তাদের সাথে অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলবে । তাদের প্রতি সীমাহীন বিনয়ী হও এবং বলো ইয়া রব ! আমার মা বাবা’র প্রতি রহম করুন যেভাবে তাঁরা আমাকে শৈশবে লালন পালন করেছিলেন ।”
সূরা আল ইসরা ২৩-২৪
আল্লাহ বলেন “ আত্মীয়দের হক্ব আদায় করো ।”
সূরা রোম ৩৮
এক ও অভিন্ন পথচলার দিকে আরেকটি পজিটিভ বিষয় হলো প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা ।
মহানবী সাঃ বলেছেন “ তোমার প্রতিবেশীকে সাহায্য করো । তবেই পূর্ণ ঈমানদার হতে পারবে ।”
সুনানে তিরমিজি ২৩০৫
প্রিয় নবীজী সাঃ বলেছেন “ ইখলাসের সাথে কৃত আমল পছন্দ করেন ।”
তাবরানী ৮৯৭
বুঝা গেলো যে, কাজে কর্মে , ইবাদত বন্দেগী সহ মানুষের সাথে আন্তরিক ও ইখলাসের কোন বিকল্প নেই ।
উত্তম চরিত্রবান লোকেরা আমার অত্যন্ত পছন্দের এবং পরকালে তারা আমার খুব নিকটবর্তী থাকবে ।”
বলেছেন বিশ্বনবী সাঃ ।
সুনানে তিরমিজি ২০১৮
কখনো মানুষের ধ্বংস কামনা করবেনা । এতে নিজের ধ্বংস ডেকে আনা হবে !
মহানবী সাঃ বলেছেন “ যে ব্যক্তি বলে “ মানুষ ধ্বংস হয়ে গেছে ! এমতাবস্থায় সে সবচ’ বেশী ধ্বংস হয়েছে ।”
ছহীহ মুসলিম ২৬২৩
প্রিয় ভায়েরা ! একতার পথে এগিয়ে চলুন । আর এই শক্তি অর্জিত হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা দায়িত্বশীলতা এ আন্তরিকতার মধ্যে দিয়ে ।
ইয়া আল্লাহ ! আমাদেরকে ঐক্যবদ্ধ রাখুন । এক ও অভিন্ন চলারপথে সাহায্য করুন । আমিন ।
ইয়া আল্লাহ ! আমাদের মা বাবাদেরকে ক্ষমতাকে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post