বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডা. পিনাকী ভট্টাচার্য।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান তিনি।
ওই অডিওতে জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকী।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই।’
এর আগে একই দিনে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করব।’
তিনি লেখেন, ‘আরও নতুন নতুন খবর আসবে। জাল ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর পার্পিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে। তাহলে আরও বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি।
আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখিয়ে দেব। আর আমাদের এক্সপার্টরা তো আছেই।
গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাহলে পার্পিট্রেটর জয় বাংলা হয়ে যাবে। বিচার হবেই। আদালতে না যেতে চাইলে জনতার আদালতে বিচার হবে।’
Discussion about this post