মালয়েশিয়ার একটি নির্মাণ প্রকল্পে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে দেশটির একটি আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দেশটির বালিক পুলাউ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক চিয়া হুই তিং এই আদেশ দেন।
বাংলাদেশের স্বনামধন্য একটি গণমাধ্যম জানিয়েছে, দেশটির আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধের জেরে এই ঘটনা ঘটে।
দুইজনের মধ্যে তর্কাতর্কি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় একজন নাগরিকের মাথায় আঘাত লাগে। তবে বর্তমানে আহতের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলি
Discussion about this post