যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২০ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, ‘আমরা ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে প্রবেশের জন্য অভিনন্দন জানাই। আমেরিকার সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত, যা সমান এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে।’
ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ সম্পর্কে পুতিন বলেন, রাশিয়ার সরকার তার জনগণের স্বার্থের জন্য লড়াই চালিয়ে যাবে। এটি ছিল বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্য।
এদিকে ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ রবিবার ইউক্রেন সম্পর্কে নতুন প্রশাসনের কিছু চিন্তা-ভাবনার কথা তুলে ধরেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন, জ্বালানিনীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন।
রবিবার ট্রাম্প জানিয়েছেন, প্রথম দিনেই তিনি ‘প্রায় ১০০’ নির্বাহী আদেশে সই করবেন।
এসব আদেশের অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালাকে উল্টে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে।
আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলা স্থানেই মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা হবে কংগ্রেস ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায়।
Discussion about this post