সৌদি আরবে যেতে ওমরাহযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিসের ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ওমানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমরাহ পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার ১০ দিন আগে অবশ্যই মেনিনজাইটিসের ভ্যাকসিন গ্রহণ করতে হবে। পরবর্তীতে টারাসসুদ সিস্টেমের মাধ্যমে এর সনদ গ্রহণ করা যাবে। সৌদি সরকারের জারি করা নতুন নিয়মের কারণেই এটি করতে হচ্ছে।
ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় বিশেষায়িত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি দেশভেদে ওমরাহযাত্রীদের জন্য ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এ রোগগুলো হলো- মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। পাশাপাশি যাত্রীদের জন্য ধনুষ্টংকার, হাম এবং অন্যান্য রোগের টিকার ডোজও সম্পূর্ণ করা ওমরাহে আসার জন্য নির্দেশ দিয়েছে সৌদি সরকার।
কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদিতে পৌঁছানোর আগেই এই ৫টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে তা ওমরাহযাত্রীদের নিতে হবে।
Discussion about this post