বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমাদের দেশের গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্য আপনারা প্রস্তুত হোন। এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন, আমরাও জীবন বিপন্ন করে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখবো, ইনশাআল্লাহ।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি যদি দায়িত্বে আসে, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করবো। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে। কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে ফাঁসা দেশে আশ্রয় নেবে, দেশে বিশৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে। তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্যে প্রস্তুত করবো।
Discussion about this post