আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার মুক্তির তদবিরে যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধি দলের সদস্য ড. ইকবাল জাইদি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ড. আফিয়া সিদ্দিকীকে। তবে সম্প্রতি এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সেজন্য আশা করা যাচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে তার মুক্তি মিলতে পারে।
৫২ বছর বয়সী ড. আফিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সাথে তার যোগাযোগ রয়েছে। সেজন্য তাকে লেডি আল কায়েদা নামেও আখ্যায়িত করা হয়েছিল। তবে নতুন অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে যে এখন বাস্তবতা ভিন্ন দিকে মোড় নেবে।
তিনি তার আইনজীবীর মাধ্যমে স্কাই নিউজকে বলেছেন, ‘আমি আশাবাদী যে ইতিহাস আমাকে ভুলবে না। আর একদিন অবশ্যই আমার মুক্তি মিলবে।’ তিনি আরো বলেন, ‘আমি নির্দোষ। তবুও প্রতিনিয়ত অন্যায়ের শিকার হচ্ছি। আমাকে নিত্যনতুন নির্যাতন করা হচ্ছে। এটি সহজ ব্যাপার নয়। তবে আমি আল্লাহর রহমতের কাছে আশাবাদী, একদিন অবশ্যই এই যন্ত্রণা থেকে মুক্তি পাব।’
পাকিস্তানি এই স্নায়ু বিজ্ঞানির আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ তার পরিবারকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এরই ভিত্তিতে ৭৬ হাজার ৫০০ শব্দের একটি ডসিয়ার প্রেসিডেন্টের কাছে জমা দেয়া হয়েছে। স্কাই নিউজ ওই ডসিয়ারটি দেখেছে। তবে সিদ্দীকীর সাথে সম্পর্কিত বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আগামীকাল সোমবার শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগ পর্যন্ত আবেদনটি বিবেচনা করতে পারবেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। এখন পর্যন্ত তিনি ৩৯ জনকে ক্ষমার নির্দেশ দিয়েছেন এবং ৩ হাজার ৯৮৯ জনের সাজা কমিয়েছেন।
গোয়েন্দা ত্রুটির কারণে অভিযুক্ত হন আফিয়া
আইনজীবী স্ট্যাফোর্ড স্মিথ বলেন, গোয়েন্দা ত্রুটির কারণে অভিযুক্ত হয়েছেন ড. আফিয়া সিদ্দিকী। গোয়েন্দাদের একটি ত্রুটিপূর্ণ প্রতিবেদনে আফিয়াকে সন্দেহের তালিকায় রাখা হয়। সম্প্রতি একটি সাক্ষ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। তবে আফিয়ার যখন সাজা হয়, এই সাক্ষ্যটির সন্ধান তখন হাতে এসে পৌঁছেনি।
তিনি আরো বলেন, ড. আফিয়া সিদ্দীকী ২০০৩ সালে অপহরণ হন। তিনি তখন পাকিস্তান সফরে ছিল। দেশটির আন্তঃবাহিনীর গোয়েন্দা সংস্থা তিন সন্তানসহ তাকে তুলে নেন। এরপর তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হাতে তুলে দেন। তারা তাৎক্ষণিক আফিয়াকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে নিয়ে যান। তখন বিমান ঘাঁটিটি মার্কিনিদের দখলে ছিল।
তবে এই সত্যটি চাপা দিয়ে গেছে মার্কিন আদালত। ২০১০ সালে যখন আফিয়ার বিচার হয়, মার্কিন বিচারক বলেছিলেন, ‘২০০৮ সালে আফিয়াকে গ্রেফতার করে মার্কিন কর্মকর্তারা। এর আগে গ্রেফতারের ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই।’ তিনি এও বলেছিলেন, এর বিপরীত বাস্তবতা প্রতিষ্ঠার জন্য কোনো রেকর্ডও নেই।
মার্কিন গোয়েন্দাদের ভুল কী ছিল
আইনজীবী স্ট্যাফোর্ড স্মিথ বলেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ভেবেছিল, ড. আফিয়া সিদ্দিকী পরমাণু বিজ্ঞানী ছিলেন। সেজন্য তিনি পিএইডি করার সময় তেজস্ক্রিয় বোমাও তৈরি করেছিলেন। এতে মার্কিনী কর্মকর্তারা ভয় পেয়ে যান। তারা ভাবেন, এতে ‘উগ্রবাদীদের’ হাতে গণবিধ্বংসী অস্ত্র চলে আসতে পারে। অথচ তাদের এই প্রতিবেদন ছিল সম্পূর্ণ ভুল। তিনি ছিলেন স্নায়ু বিজ্ঞানি। এতে ঘটনাটি অনেক জটিল আকার ধারণ করে। এখন তা এতোটাই জটিলতা ধারণ করেছে যে আমার দেখা সবচেয়ে জটিল মামলাগুলোর মধ্যে এটি অন্যতম। আর আমার পরিচালনায় গুয়ান্তানামো বে-তে বন্দী ৬৯ জন বন্দীর মামলা ছিল। আমি তাদের মুক্ত করতে সফল হয়েছিলাম।’
মার্কিন বিচার বিভাগ থেকে স্কাই নিউজ ড. সিদ্দিকীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগের বিষয়ে তথ্য দেয়া হয়েছে। তবে তারা এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর মার্কিন গোয়েন্দা সংস্থা যোগাযোগ করা হলে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।
Discussion about this post