সৌদি আরবে এক বছরে প্রায় ২০ লাখ টন খেজুর উৎপাদিত হয়েছে। এমন তথ্য জানিয়েছে দেশটির পরিবেশ, পানি এবং কৃষি মন্ত্রণালয়।
সৌদি সরকার জানায়, ২০২৩ সালে সৌদিতে ১৯ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়েছে।দেশটিতে খেজুর গাছের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ। এরমধ্যে ফল হয় ৩ কোটি ১৮ লাখ গাছে।
সৌদিতে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় আল কাসিম অঞ্চলে। সেখানে এক বছরে ৫ লাখ ৭৮ হাজার টনের বেশি খেজুর উৎপাদিত হয়েছে।
সৌদির ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সৌদির খেজুর রপ্তানি ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই বছরে ১১৯টি দেশে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের খেজুর রপ্তানি করে সৌদি আরব।
বিশ্বব্যাপী খেজুর উৎপাদনে সৌদি আরব প্রথম অবস্থানে রয়েছে। আরবের এই দেশটিতে ৩০০ ধরনের খেজুর উৎপাদন করা হয়।
ক্রমেই জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। তেলভিত্তিক অর্থনীতি থেকে মুক্তির জন্য ‘ভিশন ২০৩০’ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
Discussion about this post