রাজধানীর ধানমন্ডির ‘বাংলাদেশ আই হসপিটালে’ দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করার অভিযোগে চিকিৎসক শাহেদারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডে নিজ বাসা থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়িটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক শাহেদারা বেগমের এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
Discussion about this post