২০২৪ সালে ৩৫ হাজার প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
কুয়েত সরকার জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তারা অভিযান চালিয়ে যাবে।
এর আগে ২০২৩ সালেও কুয়েত থেকে ৪২ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়।
করোনা মহামারির পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের নিয়ে কঠোর অবস্থানে রয়েছে কুয়েত। আবাসন আইন লঙ্ঘনের কারণে প্রতিনিয়ত দেশটিতে গ্রেপ্তার করা হচ্ছে প্রবাসীদের। কুয়েতের চলমান এ নিরাপত্তা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এটি কুয়েত সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ। জনসংখ্যায় সামঞ্জস্য আনার পাশাপাশি আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হলো এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
Discussion about this post