মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের পর রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান রাষ্ট্রদূত মুশফিক। এ সময় তিনি বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।
এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করবেন।
Discussion about this post