বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তার এই সফরকে সামনে রেখে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণ। রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় প্রবেশ করতে শুরু করেন তারা। রাত ৯টার পর চেয়ারপার্সনের সাথে তারা সাক্ষাত করেন। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করে স্থায়ী কমিটির সদস্যরা ফিরোজা থেকে বের হয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির নেতাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার বাসভবন থেকে বের হয়ে সাক্ষাতের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি স্বাধীন-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, তিনি তার চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেজন্য আমরা স্থায়ী কমিটির সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে এসেছিলাম।
সেই সঙ্গে আমরা আলাপ করেছি, কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি যে, তিনি যেন দেশনেত্রীকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। এছাড়া আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে যেন তিনি নেতৃত্ব দেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।
রাজনৈতিক কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেখানে রাজনৈতিক কোন আলোচনা হয়নি। তবে নির্দেশনা দিয়েছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার।
Discussion about this post