নোয়াখালীর কোম্পানীগঞ্জে টানা ৪১ দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৫ শিশু। মসজিদ কমিটির এমন উদ্যোগে খুশি শিশু-কিশোর ও এলাকাবাসী।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।
মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, আয়োজনের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজি আব্দুল কুদ্দুছ, আয়োজনের সমন্বয়ক সাংবাদিক মো. মাসুদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, এটি আমাদের একটি সাহসী উদ্যোগ ছিল। আর্থিকভাবে আমাদের হিমশিম খেতে হলেও শিশু-কিশোরদের নামাজি করতে পেরে আমরা খুবই আনন্দিত ও খুশি।
প্রধান অতিথি মো. হাবেল উদ্দিন বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন।
Discussion about this post