প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও বিভিন্ন ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
শনিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ৩টায় টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামে এক প্ল্যাটফর্মের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা- শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন, সেক্রেটারি তানভীর হাসান সৈকত, রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হুসাইনের ছবিতে জুতা নিক্ষেপ করেন। পরে তাদের কুশপুত্তলিকা ও গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম নামে নির্যাতনের অন্যতম অনুষঙ্গও দাহ করা হয়।
এসময় তাদের ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই/ স্বৈচারের ঠাঁই নাই’, ‘হাসিনা/সাদ্দাম/কাদের/শয়নের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই?’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
Discussion about this post