চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুহাম্মদ ওসমান (৫০) নামে এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনি দেশে এসে বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারে একটি রেস্তোরাঁ খোলেন। দুপুরের খাবার খেয়ে নিজের নতুন চালু করা রেস্তোরাঁয় যাচ্ছিলেন তিনি। পথে একটি গাড়ি পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। হেলমেট পরা ছিলেন না বলে মাথায় গুতর আঘাত পান তিনি। হয় রক্তক্ষরণও। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কুয়াইশ-অক্সিজেন সড়ক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা তাজ মাঝিরপাড়ার বাসিন্দা। তিনি তিন সন্তানের বাবা। সম্প্রতি তিনি কাতার থেকে দেশে আসেন। পুলিশ পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ হস্তান্তর করেছে। তবে কী ধরনের গাড়ি তাকে ধাক্কা দিয়েছে সেটি জানা যায়নি। তবে হেলমেট পরা না থাকায় মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জানতে চাইলে মদুনাঘাট পুলিশি তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। তিনি বলেন, কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হন, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে হেলমেট পরা না থাকায় মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
Discussion about this post