নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ। পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় উন্মুক্ত রাখা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করতে পারবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি হলে এ বছরের মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বলে আলাদা নামে বিভাগ থাকবে না। একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী চাইলে বাধ্যতামূলক বিষয়গুলোর বাইরে পদার্থ, রসায়ন বিষয়ের পাশাপাশি অর্থনীতি বা অন্যান্য বিষয় বাছাই করে পড়তে পারবে।
নতুন শিক্ষাক্রমের আলোকে গত বছর নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ তুলে দেওয়া হয়েছিল। তবে এই প্রক্রিয়ায় বিষয় নির্বাচনের কোনো স্বাধীনতা ছিল না। সব শিক্ষার্থীকে বাধ্যতামূলক ১০টি অভিন্ন বিষয় পড়তে হতো। পরিকল্পনা ছিল দশম শ্রেণি পর্যন্ত সবাইকে অভিন্ন বিষয় পড়িয়ে একাদশ শ্রেণিতে গিয়ে বিভাজন হবে। এ ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিষয়গুচ্ছ থাকবে। তবে কেউ বিভাগের বিষয়গুচ্ছকে প্রধান হিসেবে নিয়ে যদি মনে করে তার অন্য বিষয়েও আগ্রহ আছে, তাহলে সে রকম বিষয় নেওয়ারও সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছিল। অবশ্য এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ছিল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম বাদ দেওয়া হয়েছে। পুরোনো শিক্ষাক্রমের আলোকে গত বুধবার শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকে আবারও নবম শ্রেণিতে বিভাজন চালু হয়েছে। এতে একজন শিক্ষার্থী সেই পুরোনো ব্যবস্থার মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়বে, যেখানে বাধ্যতামূলক বিষয়ের পাশাপাশি বিভাগভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয় নেবে। এর পাশাপাশি আরেকটি বিষয় ঐচ্ছিক হিসেবে নেওয়ার সুযোগ আছে।
Discussion about this post