একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। ২০২৫ সালের শুরুর দিন অর্থাৎ গতকাল বুধবার থেকে কিছু পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
নিষিদ্ধ হওয়া প্লাস্টিক পণ্যগুলো হলো- একবার ব্যবহারযোগ্য কাপ, প্লেট, চামচ, প্লাস্টিকের টেবিল কভার, স্ট্র পাইপ এবং স্টাইরোফোম ফুড কন্টেইনার।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়েমধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, এ নিষেধাজ্ঞার লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য হ্রাস করা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যগুলো ব্যবহারে উৎসাহিত করা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২৩ সালে ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের পরিকল্পনার কথা জানায় দুবাই প্রশাসন। তখন বলা হয়, ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে শহরটিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে।
সংশ্লিষ্টরা জানায়, ২০২৬ সালে দুবাইয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কাপ, ঢাকনা, খাবারের পাত্র এবং প্লেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর আগে গত বছরের জুন থেকে শহরটিতে পলিথিন ব্যাগও ব্যবহার নিষিদ্ধ করা হয়।
দুবাইয়ের সরকারি কর্মকর্তারা গালফ নিউজকে জানান, মূলত প্লাস্টিক আবর্জনা ও দূষণ নিয়ন্ত্রণ করতেই এ আইন জারি করা হয়েছে। বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য দুবাইয়ে সম্প্রতি ব্যাপক মাত্রায় বাড়ছিল প্লাস্টিক বর্জ্য। এই বৃদ্ধির মাত্রা এতটাই যে রিসাইক্লিংয়ের মাধ্যমেও তা সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না।
Discussion about this post