সিরিয়ার নতুন প্রশাসন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের ওপর অভিযান চালাচ্ছে। এতে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তথ্যদাতা, আসাদপন্থী যোদ্ধা ও সাবেক সেনা সদস্যরা রয়েছেন।ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীদের নেতৃত্বে তিন সপ্তাহ আগে আসাদ সরকার উৎখাতের পর সিরিয়ার নতুন শাসকরা নিয়ন্ত্রণ শক্তিশালী করতে এ অভিযান শুরু করেছেন। নতুন প্রশাসনের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার আসাদপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘এক সপ্তাহের কম সময়ে দামেস্ক ও এর উপকণ্ঠ, পাশাপাশি হোমস, হামা, তারতুস, লাতাকিয়া ও এমনকি দেইর এজোর থেকে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হামা ও লাতাকিয়া প্রদেশে ‘আসাদপন্থী মিলিশিয়া সদস্যদের’ বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তবে গ্রেপ্তারের সংখ্যা উল্লেখ করা হয়নি।
অবজারভেটরির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন সাবেক শাসকের তথ্যদাতা, ইরানপন্থী যোদ্ধা ও নিম্নপদস্থ সামরিক কর্মকর্তা, যারা হত্যাকাণ্ড ও নির্যাতনে জড়িত ছিলেন।
Discussion about this post