সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে শূরাপন্থীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলীগ জামাত বাংলাদেশ (শূরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকেও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রি যাপন) সকল তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।
এর আগে, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হন। ওই সংঘর্ষে একটি মামলাও করা হয়।
Discussion about this post