বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। একটি জিমে তার কাজিন মোহাম্মদ এবং বন্ধু সুহাইবের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইয়ামাল বর্তমানে পুনর্বাসনের মধ্যেই রয়েছেন। যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টায় আছেন তিনি।
গত ১৬ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে খেলার সময় লিগামেন্টে চোট পান তিনি। ছুটির মধ্যেও তার পুনর্বাসন প্রক্রিয়া যে চলমান তা ছবিতেই বোঝা যাচ্ছে।
ইয়ামাল বার্সার ৪ জানুয়ারি বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রে-র উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না। তবে তিনি ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ফেরার লক্ষ্যে কাজ করছেন তিনি।
Discussion about this post