বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ কনস্যুলেটে প্রবাসীদের তথ্য ঘাটতি নিরসন ও সহযোগিতার লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এই হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মুহাম্মদ রাশেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর মুহাম্মদ আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসেন, প্রথম সচিব শ্রম শাহানাজ, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাম খান, মুস্তাফা মাহমুদ, প্রকৌশলী রশিদ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদসহ অনেকে।
উক্ত হেল্প ডেস্ক উদ্বোধনকালে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।” অভিবাসী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কিছুসংখ্যক প্রবাসী যারা তৃতীয় পক্ষের সহযোগিতা নিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করেন৷ আমরা তাদের আহ্বান জানাবো কোনো তথ্য বা ডকুমেন্টসের ঘাটতি থাকলে হেল্প ডেস্ক সহযোগিতা করবে তাই অন্য কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই৷
তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ করা প্রমাণ করে এই সরকার প্রবাসীদের জন্য যথেষ্ট আন্তরিক। এই আন্তরিকতার ফল হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে ইতোমধ্যে কাজ চলছে৷
এদিকে হেল্প ডেস্ক চালু হওয়াতে প্রবাসীরা উচ্ছ্বসিত। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কনস্যুলেটকেও ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা৷
Discussion about this post