সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এখনও যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বৈধ হতে পারেনি তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে সুযোগ কাজে লাগিয়ে ‘নতুন জীবন শুরু করার’ আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) আরব আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের জেনারেল ডিরেক্টরেটের (জিডিআরএফএ) একজন শীর্ষ কর্মকর্তা দেশটির শীর্ষ স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস-এর বরাতে এ কথা জানান।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগ দেয়া হয়। দীর্ঘ চার মাসের সাধারণ ক্ষমা শেষে কঠোর অবস্থানে যেতে পারে দেশটির প্রশাসন। খালিজ টাইমস-এর খবরে এমনি আভাস পাওয়া যাচ্ছে।
অবৈধ অভিবাসীদের জন্য শেষ বার্তা দিয়ে জিডিআরএফএ-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে চলেছে। যে সমস্ত অবৈধ অভিবাসী এখনও তাদের স্ট্যাটাস নিয়মিত করেননি বা বৈধ হননি তাদের রেসিডেন্সি সংশোধন করতে নির্ধারিত সময়ের যথাযথ ব্যবহার করা উচিত।’
খালিজ টাইমসের খবরে অভিযান প্রসঙ্গে দুবাই পুলিশের ভায়োলেটরস অ্যান্ড ফরেনার্স ফলো-আপ সেক্টরের সহকারী মহাপরিচালক মেজর জেনারেল সালাহ আল কামজি বলেছেন, ‘সামনে কঠিন অভিযান আসছে। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে যারা বৈধ হয়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায্যতার সাথে আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তীব্র পরিদর্শন প্রচারাভিযানের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যা নির্ধারিত সময় শেষ হওয়ার পরপরই শুরু হবে।’
Discussion about this post