বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা নদীর তীরের রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।ওই যুদ্ধে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ এবং ২০ থেকে ২২টি বাংকার ধ্বংস করে সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় শত্রু বাহিনীর একটি গুলি এসে লাগে তার কপালে। সেখানেই তিনি শাহাদাতবরণ করেন।
মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবরণের পর আর কোনো যুদ্ধ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
এদিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী সোমবার রেহাইচরে শাহাদাতস্থলে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করা হবে। এ ছাড়া সোনামসজিদ প্রাঙ্গণে সমাধিস্থলের কাছে দোয়া ও আলোচনাসভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
Discussion about this post