সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি চালুর জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী সংস্থা আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে স্থানীয় অংশীজনদের একটি চুক্তি সই হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শহরটির শাসক শেখ হামদান বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫ সালেই শহরটিতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হতে পারে। আর্চার অ্যাভিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এয়ার ট্যাক্সির মাধ্যমে মাত্র ১০ মিনিটে আবুধাবি থেকে দুবাই শহরে যাওয়া যাবে।
এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর দুবাইয়ে প্রথম এয়ার ট্যাক্সি স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণ করা হচ্ছে।
দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন।
দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।
Discussion about this post