সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আল সিন্দাঘা করিডোর প্রকল্পের ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, আল সিন্দাঘা করিডোর প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হয়ে যাওয়ায় দুবাইয়ের ট্রাফিক ব্যবস্থা আরও সহজ হবে।
গত রোববার আরটিএ জানায়, শেখ রশিদ রোডকে ইনফিনিটি সেতুর সঙ্গে সংযুক্ত করার জন্য একটি নতুন তিন লেনের সেতু খোলা হয়েছে। এর মাধ্যমে আল সিন্দাঘা করিডোর প্রকল্পের ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
আরটিএ এক বিবৃতিতে বলেছে, এই সেতুটি আল শিনাঘা করিডোর উন্নয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের একটি উল্লেখযোগ্য অর্জন। এই প্রকল্পের দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। প্রকল্পটিতে ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি সেতু নির্মিত হবে। এর সবগুলো লেন দিয়ে প্রতি ঘন্টায় ১৯ হাজার ৪০০ যানবাহন চলাচল করতে পারবে।
আরটিএর নির্বাহী পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক মাত্তার আল তায়ার জানান, প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে ভ্রমণের সময় ১০৪ মিনিট থেকে কমিয়ে ১৬ মিনিটে নামিয়ে আনবে।
Discussion about this post