রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাণিজ্য নীতিতে পরিবর্তন এসেছে দেশের। পাকিস্তানের সাথে আগেও বাংলাদেশের আমদানি-রফতানি চালু ছিলো। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশটির সাথে সরাসরি বাণিজ্যিক যোগাযোগে নতুন মাত্রা যোগ হয়েছে।
এবার পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসেই এই চিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি দেশে আসছে। এতোদিন ভারতের থেকে পণ্যটির বেশিরভাগ আমদানি করতো বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর এই বছর কম-বেশি ৬ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে পাকিস্তানের চিনিশিল্প।
উল্লেখ্য, পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বাণিজ্যিক জাহাজ গত ১১ নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এরপর আরও একটি জাহাজ আগামী ১৯ তারিখ এসে পৌঁছানোর কথা।
Discussion about this post