আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন, ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য দেয়া ও সীমাহীন অপপ্রচারে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।
ঢাবির জগন্নাথ হলে ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিল হিন্দু শিক্ষার্থীদের
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নেতৃত্ব মিছিলটি শুরু হয়। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
আগরতলার উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বিক্ষোভ
ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাবি
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে মিলিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সোমবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের বটতলা এলাকা থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরসহ কয়েকটি সড়ক ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা।
বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি পছন্দ করে না : জামায়াত আমির
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে লিখেছেন- ‘বাংলাদেশের মানুষ তাদের মাথার ওপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না।’
তিনি লিখেছেন, ‘ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না।’
রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক
রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসাথে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সকল ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (২ ডিসেম্বর) রাতে প্রেস ক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর কমিটি এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলন ভারতকে এ হুঁশিয়ারি দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনায় বিক্ষোভ মিছিল
খুলনা শহরে রাত সাড়ে নয়টায় নগরের শামসুর রহমান রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মধ্যরাতে ভারতবিরোধী স্লোগানে উত্তাল নোবিপ্রবি
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
রাত ১১টায় শিক্ষার্থীরা নোবিপ্রবির আব্দুল মালেক উকিল হল থেকে স্লোগান দিয়ে মিছিল নিয়ে বের হয়ে পড়ে। একপর্যায়ে ভাষা শহীদ আব্দুস সালাম হলের শিক্ষার্থীরাও এ মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি নোবিপ্রবির শহীদ মিনার প্রাঙ্গণে গেলে শিক্ষার্থীরা সেখানে এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা দেয়।
বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত : চরমোনাই পীর
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পর্তুগালে প্রতিবাদ সভা
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃ মনিজের এক স্থানীয় এক রেস্টুরেন্টের হল রুমে প্রতিবাদ সভা করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা।
ভারতের রাষ্ট্রদূতকে জবাবদিহি এবং বহিষ্কারের দাবি বাকৃবি শিক্ষার্থীদের
ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার ঘটনায় ভারতে রাষ্ট্রদূতকে জবাবদিহি এবং তাকে বহিষ্কার করার দাবি জানান শিক্ষার্থীরা।
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল যবিপ্রবি
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ করেছে শতাধিক শিক্ষার্থী। এসময় তাঁরা ঢাকা-চৌগাছা সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
Discussion about this post