দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ রোববার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। গতকাল শনিবার সকালের সঙ্গে তুলনা করলে এই দর কিছুটা কমেছে।
প্রতি গ্রাম হিসেবে দাম–
২৪ ক্যারেট ৩২১.৫০ দিরহাম।
২২ ক্যারেট ২৯৭.৭৫ দিরহাম।
২১ ক্যারেট ২৮৮.২৫ দিরহাম।
১৮ ক্যারেট ২৪৭.০০ দিরহাম।
উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।
Discussion about this post