সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য । যিনি আমাদের হৃদয়ে মহব্বত ঢেলে দিয়েছেন এবং আমাদেরকে এক কথার উপর ঐক্যবদ্ধ থাকার তওফিক দান করেছেন । তিনিই আমাদের প্রতিপালক ও সৃষ্টিকর্তা ।
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মহানবী মুহাম্মদ সাঃ আল্লাহর বান্দা ও প্রেরিত রসুল ।তোমরা আল্লাহর নেয়ামত সমূহের কথা স্মরণ করো এবং আরো স্মরণ করো যে ওয়াদা আল্লাহর সংগে করেছিলে এবং বলেছিলে যে, আমরা শ্রবণ করেছি । আনুগত্য করেছি । আর আল্লাহকে ভয় করো ।”সূরা আল্ মায়েদাহ ৭
প্রিয় নামাজী ভায়েরা ! আমরা ভালোবাসি আমাদের শাসকদের এবং আমিরাতের স্থপতি শায়খ যায়েদ রহঃকে । যিনি সবাইকে নিয়ে একযোগে কাজ করেন । যিনি সকলের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব স্থাপন করেন । আজকের এই ঐক্যবদ্ধ জাতির উপর তাঁর অবদান অনস্বীকার্য ।
আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলা বলেন “ তোমরা সবাই আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা ।”সূরা আল্ ইমরান ১০৩
হে রসুল সাঃ বলুন ! যদি তোমাদের অন্তরে আল্লাহপাক ভালো কিছু দেখতে পান, তোমাদের জন্য কল্যাণ বৃদ্ধি করবেন ।”
সূরা আল্ আনফাল ৭০
তিনি সত্যবাদিদেরকে তাঁদের সত্যবাদীতার জন্য উত্তম প্রতিদান দেবেন ।” সূরা আল্ আহযাব ২৪
মহানবী সাঃ বলেন “ যে ব্যক্তি মানুষের শোকর করেনা, সে ব্যক্তি আল্লাহর শোকর আদায় করতে পারেনা ।” সুনানে আবু দাউদ ৪৮১১
আমরা আমাদের একতার উপর আল্লাহর শোকরীয়া আদায় করছি । আল্লাহ বলেন “ হে ঈমানদারগণ ! তোমরা তোমাদের উপর আমার নেয়ামত সমূহ স্মরণ করো ।”সূরা আল্ মায়েদাহ ১১
আল্লাহপাক তাঁর রসুল সাঃকে বললেন “ হে নবী সাঃ ! আপনি আমার নেয়ামত সমূহ বয়ান করুন ।”
সূরা আধ ধোহা ১১
৫৩তম জাতীয় দিবসে আমরা এ দেশের সমৃদ্ধি উন্নতি কামনা করছি । এ দেশের জন্য যাঁরা কাজ করছে, তাঁদের প্রতি জানাই অভিনন্দন । মুসলমানদের রক্ষার্থে যে সকল ভায়েরা নিহত হয়েছেন, আল্লাহপাক তাঁদেরকে শাহাদতের মর্যাদা দান করুক ।
মহানবী সাঃ বলেছেন “ যে ব্যক্তি আল্লাহকে সত্যবাদী বিশ্বাস করবে, আল্লাহপাক তাকে সত্যায়ন করবেন ।”
মোসান্নাফে আব্দুর রাজ্জাক ৩৭২৫
মহানবী সাঃ বলেছেন “ কল্যাণমূলক কাজ বিপদাপদ দূর করে দেয় ।”
তাবরানী ৮০১৪
ইয়া আল্লাহ ! আমাদের এ নগরীকে নিরাপদ করুন ।” সূরা আল্ বাক্বারা ১২৬
তোমরা তোমাদের রবের রিজিক আহার করো এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো । এটি একটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল ।” সূরা সাবা ১৫
কেউ যদি তোমাদের জন্য উত্তম কিছু করে, তাঁর উত্তম প্রতিদান দাও । যদি দিতে না পারো তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করো । যেনো তাঁর অবদানের প্রতিদান হয়ে যায় ।”বলেছেন বিশ্বনবী সাঃ । সুনানে আবু দাউদ ১৬৭২
আল্লাহপাক তাঁদেরকে ( শহীদদেরকে ) যা’ দিয়েছেন, তাঁর উপর তাঁরা আনন্দিত । তাঁদের পেছনে পেছনে যাঁরা আসবে ( অনাগত শহীদ ) , সেটার উপরেও তাঁরা আনন্দিত । তাঁদের জন্য কোন ভয় নেই এবং তাঁরা চিন্তাগ্রস্তও হবেনা ।”
সূরা আল্ ইমরান ১৭০.
ইয়া আল্লাহ ! আমাদের এ সংযুক্ত আরব আমিরাত দেশটিকে কবুল করুন । সবাইকে ঐক্যবদ্ধভাবে বসবাস করার তওফিক দান করুন । শান্তি প্রশান্তি নাজিল করুন ।
আমাদের মা বাবাদেরকে মাফ করে দিন এবং তাঁদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post