আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম আদালতে ভিন্ন চিত্র দেখা দেয়। অন্য সময় আদালত পাড়া যেখানে কর্মব্যস্ত থাকে সেখানে আজ কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা। এদিন এজলাসে কোনো মামলার শুনানি হয়নি।
এক কথায়, আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম স্থগিত আছে। তবে আজকের দিনের নির্ধারিত যেসব মামলার শুনানি কথা রয়েছে, সেগুলোর তারিখ পরবর্তীতে ঠিক করে শুনানির নতুন তারিখ ধার্য হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত রেখেছিল জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
Discussion about this post