ফেনীতে রেনেসাঁ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফেনী সদরের ফরহাদনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয়ে রেনেসাঁ পরিষদের আয়োজনে বৃত্তি পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
‘রেনেসাঁ মেধাবৃত্তি ২০২৪’ পরীক্ষায় অতিথি হয়ে হল পরিদর্শন ও ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন আদর্শ স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক পেয়ারা’র কনিষ্ঠ সন্তান ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ইমন উল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হারুন, সমাজসেবক কামাল উদ্দিন সেক্রটারী, দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
এসময় সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল “আমিরাত সংবাদ” এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ইসমাইল, প্রাক্তন শিক্ষার্থী আলাউদ্দিন মিয়াজী, ওসমান গণি, জামাল উদ্দিন, মো. হাসেম, মো. ফারুক, আরিফুল ইসলাম, সুমন ইসলাম, মোহাম্মদ শরীফ, নাসির রাজু, মো. ইবরাহিম, জায়েদ রিটু, ইমাম উদ্দিন ইমন, মোনিনুল হক, শাহাদাত রুকন, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
রেনেসাঁ পরিষদের প্রধান সমন্বয়ক আলাউদ্দিন মিয়াজী বলেন, ফেনী সদরের ফরহাদনগর ইউনিয়নের ৩০টি স্কুল ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শিক্ষার্থীদের খাতামুল্যায়ন শেষে ৫ম শ্রেণির প্রথম ৩ জন সহ ১০ জনকে এবং ৮ম শ্রেণির প্রথম ৩ জন সহ ১০ জন করে সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হবে। শীগ্রই ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে স্বপ্রনোদিত হয়ে ব্যক্তিগতভাবে পুরষ্কার প্রদানের আশ্বাস দিয়েছেন।
Discussion about this post