আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি তাদের শোষণ ও বাক্স্বাধীনতা হরণের সঙ্গে জড়িতদের বিচারও করতে হবে বলে মন্তব্য করেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায়, তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে।
রাজধানীর জাতীয় জাদুঘরে আজ মঙ্গলবার বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক সলিমুল্লাহ খান এসব কথা বলেন।
এতে আলোচকদের সবাই আওয়ামী লীগের নেতাদের বিচার দাবি করেন। তাঁরা আরও বলেন, সংস্কার জরুরি। সংস্কার না করে নির্বাচন আয়োজন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
অধ্যাপক সলিমুল্লাহ খান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আহমদ ছফার একটি বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আহমদ ছফা বলেছিলেন ‘বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না’। সেই সময়ে বুদ্ধিজীবীরা ঠেলায় পড়ে বাংলাদেশি হয়েছিলেন। বাঙালি জাতীয়তাবাদের কথা বলে তাঁরা নিজেদের আখের গুছিয়েছিলেন। তখন বুদ্ধিজীবীদের বিচার হওয়া দরকার ছিল।
সলিমুল্লাহ খান বলেন, এখন আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িত বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকসহ সবার বিচার হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত ১৬ বছরে কী ভূমিকায় ছিল প্রশ্ন তুলে তিনি বলেন, তাদেরও বিচার হওয়া উচিত।
সলিমুল্লাহ খান বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। আগে আওয়ামী মুসলিম লীগ ছিল। সেখান থেকে আওয়ামী লীগ হয়েছে। ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায়, তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন মুসলিম লীগ হয়ে গেছে।
Discussion about this post