কুইক রেন্টাল-সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর নয় ধারায় দায়মুক্তি এবং ক্রয়-সংক্রান্ত ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।
আইনের ওই ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলের ওপর বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় ঘোষণা করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক।
আইনটি ‘কুইক রেন্টাল’ আইন নামে পরিচিতি পায়।
এ আইনের অধীন করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেয়ার কথা ওই বিধান দু’টিতে উল্লেখ ছিল।
এ বিষয়ে আইনজীবীদের মতামত, আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো আইন হতে পারে না।
পরে গত ২ সেপ্টেম্বর আইনটির নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।
এর আগে কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয়-সংক্রান্ত ছয়-এর দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের দু’জন আইনজীবী।
সূত্র : বিবিসি
Discussion about this post