শেখ হাসিনা দেশ ছাড়ার পর গত ৮ আগস্ট অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এ সময় প্রধান উপদেষ্টাসহ ১৭ জন শপথ গ্রহণ করেছিলেন।
ওইদিন তাদের মন্ত্রণালয় বণ্টন করা হয়। তবে পরবর্তীতে একাধিকবার উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করা হয়।
উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয় আরো চারজনকে।
আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে আরো পাঁচজন উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
নতুন উপদেষ্টারা শপথ নিলে উপদেষ্টাদের দায়িত্ব নতুন করে বণ্টন করা হবে। কয়েকজন উপদেষ্টা দুইয়ের অধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব কমাতে মন্ত্রণালয় কমানো হতে পারে বলে সূত্র জানিয়েছে।
Discussion about this post