বিস্ময়করভাবে হেরে গেল বাংলাদেশ। মোহাম্মদ গাজাফারের ঘূর্ণিতে চোখে যেন সর্ষেফুল দেখল টাইগাররা। মাত্র ২৫ বলের মাঝে হারিয়েছে শেষ ৭ উইকেট। হেরেছে ৯২ রানে।
অথচ সহজ জয়ের পথেই ছিল টাইগাররা। ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২৫ দশমিক ৫ ওভারে ২ উইকেটেই তুলেছিল ১২০ রান। অথচ পরের ২৩ রান তুলতে গিয়েই গুটিয়ে গেছে দল। ৩৪ দশমিক ৩ ওভারে মাত্র ১৪৩ রানে শেষ বাংলাদেশের ইনিংস।
Discussion about this post