সেলিব্রেটিবিডি:
পোষা গরুর প্রতি মালিকের অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হলো ‘লালাই’। ঈদের দ্বিতীয় দিন নাটকটি ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব টিভিতে উন্মুক্ত হবে। আনিসুর বুলবুলের গল্প থেকে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা।
‘লালাই’ প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, ‘গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব একটা অনুভূতি হৃদয়ে কাজ করেছে। নিজের গেটআপও পরিবর্তন করেছি চরিত্রের প্রয়োজনে। আমি বিশ্বাস করি দর্শকদের গভীরভাবে নাড়া দেবে নাটকটি।’
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ্ বলেন, ‘ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে এটি। কোরবানির একটি গরুকে কেন্দ্র করে গল্পটি শুরু হয়। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’
নাটকের একটি দৃশ্যে নিশো-তিশা ও শিশুশিল্পীনিশো-তিশা ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post