উপসর্গ
মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। সবার যে একই রকম উপসর্গ দেখা দেয় তা কিন্তু নয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়।
কারো ক্ষেত্রে শরীরের ডান বা বাঁ অংশ অবশ হয়ে যায়। আবার কারো কারো কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হয়। অনেক সময় রোগী বিভ্রান্তির মধ্যে পড়ে। কথা জড়িয়ে আসা, একটা চোখে অথবা দুই চোখে দেখতে সমস্যা হওয়া, চোখে ঝাপসা দেখা, চলাফেরা করতে না পারা, চলাফেরায় ভারসাম্য নষ্ট হওয়া, বিভিন্ন অঙ্গের কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেওয়া, তীব্র মাথা ব্যথা ইত্যাদিও কিন্তু স্ট্রোকের উপসর্গ।
করণীয়
স্ট্রোক হলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। লক্ষণ বুঝতে সমস্যার কারণে অনেকে দেরিতে হাসপাতালে আসেন। এর ফলে মূল্যবান সময় অপচয় হয়।
পরামর্শ দিয়েছেন
ডা. মো. ফজলুল কবির পাভেল
মেডিক্যাল অফিসার
মেডিসিন বিভাগ
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল
Discussion about this post