সমস্ত প্রশংসা চির সম্মানিত মহান আল্লাহর জন্য । যিনি আমাদেরকে সন্তানের নেয়ামত দান করেছেন ।
দরুদ ও সালাম মহানবী মুহাম্মদ সাঃ’র উপর নাজিল হোক । শান্তি অবতীর্ণ হোক তাঁর সম্মানীয়া পরিবারবর্গ রাঃ, তাঁর সাহচর্যে থাকা সাহাবীবৃন্দ রাঃ, তাবেঈনবৃন্দ রাঃ সহ সকল মুসলিমদের উপর ।
আল্লাহপাক বলেন “ তোমরা আল্লাহকে ভয় করো । যাঁর মাধ্যমে পরস্পর পরস্পরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তার বন্ধন রক্ষায় সতর্ক হও ।” সূরা আন্ নিসা ১
সন্তান আল্লাহর এক বিশাল দান । আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত । সন্তানের মুখ দেখে মা বাবাদের অন্তর জুড়িয়ে যায় । আর তাই নবী রাসুলগণও আঃ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন । নিশ্চয়ই সবচে’ উত্তম দোয়া হলো নবী রসুলদের সাঃ দোয়া ।
যেমন সাইয়্যিদুনা জাকারীয়া আঃ সন্তানের জন্য দোয়া করতে গিয়ে বলেন “ ইয়া রব ! আমাকে একটি নেক্কার সন্তান দান করুন ।” সূরা আল্ ইমরান ৩৮
আল্লাহর বান্দারা দোয়ার মধ্যে বলে “ হে আমাদের রব ! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন । সূরা আল্ ফুরক্বান ৭৪
ঐতিহাসিকগণ বলেন “ শিশুর শৈশব নির্ভরতা লাভ করে আট বছর বয়সে । বিভিন্ন স্তর পেরিয়ে শিশুতে পরিণত হয় । আল্লাহর ভাষায় “ অতঃপর তিনি ( আল্লাহ ) তোমাদেরকে শিশু হিসেবে বের করে নিয়ে আসেন ।” সূরা গাফির ৬৭
সাইয়্যিদুনা ইউছুফ মুসা ঈসা ইয়াহয়া মুহাম্মদ عليهم السلام সকলেই শিশুর স্তর সমূহ পার করে এসেছেন । শিশুদের স্তর সমূহ শুরু হয় মায়ের দুধ পান করা থেকে । আল্লাহপাক বলেন “ মায়েরা তাঁদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে ।”সূরা আল্ বাক্বারা ২৩৩
শিশুদেরকে ইহ ও পরকালের জ্ঞান দান করা ! কুরআন হাদিস ও দুনিয়ার জীবন যাপনের জ্ঞান দান করা ! আরবী ভাষা শেখানো ! মাতৃভূমির দায়িত্ব ও অধিকার সম্পর্কে ইল্ম শিক্ষা দেয়া প্রত্যেক মা বাবাদের উপর দায়িত্ব ।
মহানবী সাঃ বলেন “ তোমরা সবাই দায়িত্বশীল এবং যাঁর যাঁর দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে ।”
ছহীহুল বোখারি, ছহীহ মুসলিম
শিশুদেরকে নিয়ে বাসায় নামাজ শিক্ষা দেবেন । কুরআন শিক্ষা দেবেন ।
সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইব্নে মাসউদ রাঃ বলেন “ সন্তানদের সাথে কল্যাণমূলক কাজের অভ্যাস গড়ে তুলুন । প্রতিটি কল্যাণই উত্তম অভ্যাস ।” তাবরানী ৯১৫৫
প্রিয় ভায়েরা ! সন্তানদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন । ভিডিও গেইম মোবাইলে অসামাজিক কোন কিছুর সাথে জড়িয়ে পড়ছে কিনা ! খারাপদের সংগে মিশচে কিনা ! প্রয়োজনের বাইরে তাঁদেরকে মোবাইল দেবেন না ।
শিশুদেরকে বেড়াতে নিয়ে যাওয়া ! শরীর চর্চা করানো ! পার্কে নিয়ে যাওয়া ! বন্ধুদের বাসায় নিয়ে যাওয়া ইত্যাদি করবেন । এতে তাঁদের মানসিক ও শারীরিক শক্তি প্রতিভার বিকাশ ঘটে । তাঁদের সাথে নম্র ব্যবহার করবেন ।
মহানবী সাঃ বলেন “ নম্রতা কেবল সৌন্দর্যই উপহার দেয় ।”
ছহীহ মুসলিম ২৫৯৪
ইয়া আল্লাহ ! আমাদের সন্তানদেরকে রহম করুন । হেদায়াত করুন । তাঁদেরকে সাহায্য করুন । দেশপ্রেমিক করুন । মা বাবাদের প্রতি বিনয়ী করুন ।
ইয়া আল্লাহ ! আমাদেরকে ক্ষমা করুন । আমাদের মা বাবাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ইয়া রব ।
Discussion about this post