আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালান। ভাঙচুর করেন বোর্ড চেয়ারম্যানের রুম।
Discussion about this post