সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেসরকারি নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নেওয়ার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত রবিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসেইফ আলহমৌদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহবান জানান।
এ সময় দুই দেশের সম্পর্কোন্নয়ন, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, দূতাবাস এলাকার নিরাপত্তা, ই-ভিসা খাতে কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গালফভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়।
কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমরা এই দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু অব্যাহত রাখা নয়, বরং এটিকে আরো এগিয়ে নিতে চাই।’ এ সময় আমিরাতের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে সারা বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়।
Discussion about this post