সাবেক প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ) এমপি ইমরান আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইমরান আহমেদ সেপ্টেম্বরে একবার গোপনে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চেষ্টা করেছিলেনন। আবার সিলেটের অনেকেই জানেন, তিনি আমেরিকার চলে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ঢাকায় ধরা পড়লেন।
রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিনগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
Discussion about this post